স্টাফ রিপোটার- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন; নির্বাচন কীভাবে হবে সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে।
তিনি সোমবার দুপুরে এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবসের আলোচনায় এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এর আগেও বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। সেখানে ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ইভিএম কেনা এবং মেরামতের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার চেয়েছিল। বাস্তবতা বিবেচনায় নির্বাচন কমিশনকে এতো টাকা দেওয়া সম্ভব কি-না সেটাও একটা প্রশ্ন। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাব বলেও জানান তিনি।
রমজান মাসেও বিএনপি আন্দোলন, ধাওয়া-পাল্টা ধাওয়া পিকেটিং শুরু করলো- এ বিষয়টি কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা কখনো শুনি নাই দেখি নাই পবিত্র রমজানের মধ্যে রাজনৈতিক কর্মসূচি দিয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের সঙ্গে সংঘর্ষ করে। এখন রমজানেও বিএনপি মানুষকে নিস্তার দিচ্ছে না। বিএনপির কর্মসূচি নিসন্দেহে রমজানের পবিত্রতা নষ্ট করেছে।
তিনি বলেন, তারা ইসলামের কথা বলে অথচ রমজানের পবিত্রতা নষ্ট করে তারা কর্মসূচি পালন করছে। এটি অনভিপ্রেত, দুঃখজনক, তাদের অপরাজনীতির বহিঃপ্রকাশ। এটিই হচ্ছে তাদের সাম্প্রতিক কর্মসূচি।
তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘তাদের রাজনীতিই হচ্ছে সহিংসতার রাজনীতি। তারা ২০১৩, ১৪, ১৫ সালে পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে, জীবন্ত মানুষে পুড়িয়ে হত্যা করেছে। যারা রাজনীতি জানে না, বুঝে না, করে না তাদেরকে পুড়িয়ে হত্যা করেছে।’
বিএনপির এই কর্মকাণ্ডে সরকার শঙ্কিত কি না জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির এই খোঁচানিতে সরকারের কিছু আসে যায় না। এরকম খোঁচানি আমরা ১৪ বছর ধরে দেখছি। ২০১৩, ১৪, ১৫ সালে তাদের সহিংস রাজনীতি মোকাবিলা করেছি। সরকার জানে কখন কী করতে হবে, আওয়ামী লীগ জানে বোঝে কখন কী করতে হবে।’
বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন, পল্লবীর ইফতার পার্টিতে সাংবাদিকদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ। বিষয়টি আপনি কীভাবে দেখছেন জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, পল্লবীতে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, তাদের ইফতার পার্টিতে কি আওয়ামী লীগ গিয়েছিল। ইফতার পার্টির ভিডিও ফুটেজ রয়েছে, কে কোন দলের কার কী পোস্ট, সেটা সরকারও জানে, তারাও জানে।