Search
Close this search box.

গরমের কারণে ট্রেন লাইনচ্যুত – ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

গরমের কারণে ট্রেন লাইনচ্যুত - ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার – ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে শহরের দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে আপ লাইনে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আখাউড়া রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে আসা ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে দুপুর ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় এলে সাতটি বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। গরমের কারণে রেললাইন বেঁকে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে। এতে করে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।

তিনি বলেন, ‘আখাউড়া লোকোশেড দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আসছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শেষ করার পর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ