রাজধানীর মহাখালীর আমতলীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগায় ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো জানিয়েছে, খাজা টাওয়ারে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের ডাটা সেন্টার রয়েছে। আগুন লাগার কারণে ডাটা সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে। এতে ইন্টারনেট–সেবা বিঘ্নিত হচ্ছে।
একাধিক অপারেটর কর্তৃপক্ষ জানিয়েছে, মহাখালীর অগ্নিকাণ্ডের কারণে ইন্টারেনট সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গ্রাহকেরা নিরবিচ্ছিন্ন ইন্টারেনট সেবা পাচ্ছেন না। এছাড়া রেলওয়ের উন্নয়ন কাজের জন্যও ফাইবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে গ্রাহকেরা ইন্টারেনট সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী এলাকার খাজা টাওয়ারে আগুন লাগে। ভবনটির ১১, ১২ ও ১৩ তলা থেকে আগুনের কালো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ তলা থেকে ওপর পর্যন্ত ভবনের কাচের দেয়াল ভেঙে আগুন নেভানোর কাজ করছেন। সর্বশেষ সন্ধ্যা সাতটা পর্যন্ত সেখান থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের ৭২ সদস্য কাজ করছেন। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও তাঁদের সহযোগিতা করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।