Search
Close this search box.

নারায়ণগঞ্জের ৫টি আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

নারায়ণগঞ্জ পাঁচটি সংসদীয় নির্বাচনী আসনে মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল হক। সঠিক নিয়মে মনোনয়নপত্র পূরণ না করা, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটের স্বাক্ষর জালিয়াতি, ক্রেডিট কার্ডে ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।

সোমবার সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রার্থীর মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে এই মনোনয়নপত্রপত্র যাচাই-বাছাই করা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক জানান,

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে  সুপ্রিম পার্টির প্রার্থী আফাজউদ্দিন মোল্লা নির্বাচনের জামানতের টাকা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। নারায়ণগঞ্জের এক আসনে আওয়ামী লীগ প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ মোট ৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ দুই (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলামের ক্রেডিট কার্ডে ঋণ খেলাপি হওয়ার কারণে এবং বাংলাদেশ পলিটিক্যাল পার্লামেন্ট এলিয়েন্স (কংগ্রেস) প্রার্থীর মনোনয়নপত্রের ২০ ও ২১ ফরম পূরণ না করা এবং প্রস্তাবক ও সমর্থনকারী ঢাকার ভোটার হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।এ আসনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু ও জাতীয় পার্টি প্রার্থী আলমগীর সিকদার লোটনসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ তিন (সোনারগাঁ) জাকের পার্টির প্রার্থী জামিল মিজি ঋণ খেলাপি হওয়ার কারণে এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী সিরাজুল হক ঋণ খেলাপি হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার ও জাতীয় পার্টি প্রার্থী বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাসহ মোট ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র রাশেদুল ইসলামের মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের যে স্বাক্ষর থাকার কথাদৈবচয়ন পদ্ধতিতে এসব ভোটারের মধ্যে দশজনের ভোটারের তথ্য যাচাই-বাছাই করে চারজন ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ায় এবং স্বাক্ষর জালিয়াতির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন সঠিক নিয়মে মনোনয়নপত্র পূরণ না করায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ চার আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আলোচিত শামীম ওসমানসহ ৯ জনের প্রার্থিতা বৈধ হয়েছে।

নারায়ণগঞ্জ পাঁচ আসনে বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জাকের পার্টি মোরশেদ হাসানসহ মোট পাঁচ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ