Search
Close this search box.

চতুর্থ দিনে ইসিতে আরও ৯৩ আপিল আবেদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আরও ৯৩টি আপিল আবেদন জমা পড়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ইসি সূত্রে এ তথ্য জানা যায়। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার পাশাপাশি বৈধ প্রার্থীর বিরুদ্ধেও আপিল আবেদন জমা পড়ে।

চতুর্থ দিনের ৯৩ আপিলের মধ্যে রয়েছে, ঢাকা অঞ্চলে ১৭টি কুমিল্লার ১১টি, চট্টগ্রামের ৯টি, ফরিদপুরের ৫টি, সিলেটের ৪টি, ময়মনসিংহেরর ১৪টি, বরিশালের ৪টি, খুলনার ১১টি, রাজশাহীর ১৩ ও রংপুর অঞ্চলের ৫টি আবেদন।

ইসির তথ্যমতে, প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫টি আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে।

তফসিল অনুযায়ী শনিবার (৯ ডিসেম্বর) আপিল আবেদনের শেষ দিন। পরদিন রোববার থেকে আপিলের শুনানি শুরু করবে ইসি। শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে ৭ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ