Search
Close this search box.

অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে জানিয়ে সময় চাইলেন অর্থমন্ত্রী

অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে জানিয়ে নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। আমাকে একটু সময় দিন।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রথম দিনের কাজ শুরুর প্রাক্কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রোজায় দ্রব্যমূল্যের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। রাতারাতি সব সংকট দূর হবে না। পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব।

অর্থমন্ত্রী আবুল হাসান বলেন, অর্থ পাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়। অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, সময় দিন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ