শেষ মুহূর্তে বেশ জমজমাট হয়ে উঠেছে বাণিজ্য মেলা। ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে মুখরিত মেলা প্রঙ্গণ। শেষ সময়ে এসে কেনাকাটার প্রতি বেশি মনোযোগী ক্রেতারা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ছুটির দিনে এমন দৃশ্য দেখা গেছে মেলায়।
জানা গেছে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে এবারের বাণিজ্য মেলা। সময় বাড়াতে স্টল ও প্যাভিলিয়ন মালিকদের পক্ষ থেকে আবেদন জানানো হলেও আয়োজক সংস্থা ইপিবি তা নাকচ করে দেয়।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, শেষ সপ্তাহে ক্রেতার সংখ্যা বাড়ায় বিক্রিও বেড়েছে। ঘোরাঘুরির বদলে বিভিন্ন অফারের সুযোগ নিচ্ছেন ক্রেতারা। যাচাইবাচাই করছেন দাম ও গুণগত মান।
এদিকে বিভিন্ন পণ্যে মূল্যছাড় পেয়ে বেশ খুশি ক্রেতারা।
মেলায় এবার শুরু থেকে ইলেকট্রনিক্স ও গ্রোসারি পণ্যের স্টলে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। বরাবরের মতোই শেষ দিকে গতি পেয়েছে বিক্রি। আওতা বাড়ছে মূল্য ছাড়েরও। এ গতিতে আরও কিছুদিন ব্যবসা করতে চান অংশগ্রহণকারীরা।