স্টাফ রিপোর্টার: দেশজুড়ে থমথমে পরিস্থিতি কেটে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে সবজির পাইকারি বাজার। ঢাকার বাজারে সবজির সরবরাহ আগের তুলনায় বেড়েছে, দামও কমে এসেছে।
আজ ২৫ জুলাই বৃহস্পতিবার সারাদেশের মত কারওয়ান বাজারেও স্বস্তির আমেজ। উদ্বেগ-উৎকন্ঠা কাটিয়ে আগের মতোই দেশের নানা প্রান্ত থেকে ট্রাকভর্তি সবজি ঢুকছে ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজারে।
রাজধানীর কাঁচাবাজারের ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের অচলাবস্থার পর এখন চাহিদার চেয়েও বেশি সবজি আসছে ঢাকার বাজারে, যার প্রভাব পড়ছে দামেও।
খুচরা বিক্রেতারা বলছেন, পাড়া-মহল্লায় ক্রেতাদের আনাগোনা আরও বাড়ার অপেক্ষা করছেন তারা।