শেখ হাসিনা আমলের নথি গায়েব করতেই আগুন দেয়া হয়েছে আগুন: রিজভী

স্টাফ রিপোর্টার: সরকার শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে সচিবালয়ে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজিধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। এসময় তিনি নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তের দাবি জানান।

 

রিজভী আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান (সাবেক) মৃত হুসেইন মুহাম্মদ এরশাদের চেয়েও ভয়াবহ নিষ্ঠুরতা শেখ হাসিনা দেখিয়েছেন। সব জেনে শুনেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। গণমাধ্যম দিয়ে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে তারা।

তিনি আরও বলেন, হাসিনার মাধ্যমে উপনিবেশ কায়েমের চেষ্টা করেছে তারা। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে আমরা এখন চূড়ান্ত গণতন্ত্রের পথে এগিয়ে যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ