সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: আমীর খসরু

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পতনে যারাই ভূমিকা রেখেছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরামসহ তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, একটি মহল জনতার আন্দোলনের ফসলকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। তাই এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ রক্ষায় জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই।

রাষ্ট্র মেরামতের বিষয়গুলো জাতির সামনে আবারও তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কী কী করা হবে, এসবের ধারণা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ