স্টাফ রিপোর্টার: আমার বাংলাদেশ পার্টি’র কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও এবি যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের নেপথ্য কারিগর ছিলেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এবি পার্টি মালয়শিয়ার আহবায়ক ড. বেলাল হোসাইনের সভাপতিত্বে কুয়ালালামপুরের বুকিতবিংতানে প্রবাসীদের নিয়ে এক প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শাহাদাতুল্লাহ টুটুল বলেন, ১৯৭০ সালে দুই তৃতীয়াংশ মালয় জনগোষ্ঠী দারিদ্র্য সীমানার নীচে বসবাস করতো। সুষ্ঠ পরিকল্পনা ও যোগ্য নেতৃত্বের কারনে আজকের আধুনিক মালয়েশিয়ার ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। কিন্তু একই সময়ের ব্যবধানে বাংলাদেশ দূর্ণীতি আর দুঃশাসনে চ্যাম্পিয়ন হয়েছে। এর জন্য দায়ী অগণতান্ত্রিক সরকার ও পরিবারতান্ত্রিক রাজনীতি। তিনি বলেন ছাত্র-যুব-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধাভোগী ছাড়া দেশে সকল নাগরিক অংশগ্রহণ করেছিল। বিশেষ করে প্রবাসীরা আন্দোলনের কৌশল হিসেবে দেশে রেমিটেন্স পাঠনো বন্ধ করে দিয়ে হাসিনা সরকারের ওপরে বাড়তি চাপ তৈরি করে। ফলে অগণতান্ত্রিক সরকার পালিয়ে যেতে বাধ্য হয়।
তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসকে আরো আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তিনি প্রবাসীদের নিকট দেশ গঠনে এবি পার্টির কার্যক্রম তুলে ধরেন এবং তাদের সমর্থন কামনা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও এবি পার্টি নেতা ড. সেহেল মাসুদ। সভায় আরো উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মজিবুর রহমান, এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের যুগ্ম সদস্য সচিব মু. বদরুল হুদা খান, বেলাল হোসাইন, মাহমুদুল হাসান, মালয়েশিয়ার যুবনেতা হোসাইন আহমেদ, মো সাহেব আলী, আনোয়ার হোসেন, লুৎফর রহমান খান, রুদ্র পারভেজ, ইমতিয়াজ আহমেদ ইভান, মু. মিল্টন হোসেন, কাজি মাহমুদুল হাসানসহ আরো অনেকে।