টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ফ্যামিলি ডে-তে নানা আয়োজন

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম- ঢাকার ফ্যামিলি ডে হয়ে গেলো গত শনিবার (১১ জানুয়ারি)। এই উপলক্ষে বেসরকারি সংস্থা ব্যুারো বাংলাদেশের বরুহায় অবস্থিত সুসজ্জিত ও সুপরিকল্পিতভাবে তৈরি ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে ছিল দিনব্যাপী নানা আয়োজন। এতে অংশ নেন ফোরামের সদস্য এবং তাদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

ফ্যামিলি ডে তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক কেন্দ্রীয় নেতা হামিদুল হক মোহন, ব্যুারো বাংলাদেশ এবং ব্যুরো হাসপাতালের পরিচালক ও সমাজসেবী, নারী নেত্রী রাহেলা জাকির, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির ঢাকা’র সহ-সভাপতি আশরাফ আলী, সাধারন সম্পাদক উদয় হাকিম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মাওলা প্রমুখ। অতিথি এবং সদস্যদের শুভেচ্ছা জানান টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ, সাবেক সভাপতি ও ফ্যামিলি-ডে উপ-কমিটির আহবায়ক রফিকুল ইসলাম রতন, সাবেক সভাপতি গাফফার মাহমুদ, সাবেক সভাপতি মো: আশরাফ আলী, খান মোহাম্মদ সালেক, সাবেক সাধারণ সম্পাদক জীবন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, সাবেক সাধারন সম্পাদক ফিরোজ মান্না, ফ্যামিলি-ডে উপ-কমিটির যুগ্ম আহবায়ক সালাম ফেরদৌস, ডি এম অমর প্রমুখ। 
ফ্যামিলি ডে ও মিলন মেলায় অংশ নেওয়া অতিথিরা ব্যুরো ইনস্টিটিউটের মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হন। সাজানো গোছানো আন্তর্জাতিক মানের ভবন, জলাধার, ফোয়ারা, কৃত্রিম পাহাড়, পুকুর, ফুল বাগান, নান্দনিক সেতু এবং কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ- এসব ছিলো আকর্ষণের কেন্দ্রে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাংবাদিক সালাউদ্দিন বাদল, তৌফিক অপু। নৃত্য পরিবেশন করেন বাচ্চু আহমেদ প্রতিষ্ঠিত টাঙ্গাইলের বিখ্যাত হিন্দোল একাডেমির শিল্পীরা। এর আগে ছিলো শিশু ও নারীদের বিভিন্ন খেলাধুলাার আয়োজন। মধ্যহ্ন প্রীতিভোজে দেশীয় খাবারের সঙ্গে পরিবেশন করা হয় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী দই-মিস্টি। ফ্যামিলি ডে-তে সকল শিশুর জন্য ছিলো শুভেচ্ছা উপহার। ছিলো ফোরামের প্রত্যেক সদস্যের জন্য কমন গিফ্ট এবং র‌্যাফেল ড্রতে সবার জন্য ছিলো আকর্ষণীয় উপহার। শীতের সন্ধ্যায় জমে উঠেছিল দেশীয় পিঠা উৎসব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ