সরকারকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে অর্থনৈতিক ব্যবস্থায় : রেহমান সোবহান

 অনলাইন ডেস্ক

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।‘শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরমের সহায়তায় শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি-২০২৪।

বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, অন্তর্বর্তী সরকার আরও সুশৃঙ্খল সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা আনার জন্য কিছু প্রচেষ্টা করবে।

অধ্যাপক রেহমান সোবহান বলেন, তারা (সরকার) ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক ব্যবস্থায় কিছু শৃঙ্খলা প্রবর্তন করতে পারে। কিন্তু এখানে আবারও বলছি, ব্যাংকিং ব্যবস্থা কার্যকর করার জন্য যে কাঠামোগত সংস্কারগুলো প্রয়োজন তা সময়ের সঙ্গে সঙ্গে ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ