সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল

মিথুন আশরাফ – সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে ব্রাজিল। কাতার ফুটবল বিশ্বকাপে নেইমারহীন ব্রাজিলের এটি প্রথম পরীক্ষা ছিল। তাতে পাস মার্ক তুলে নিল ব্রাজিল। ৮৩ মিনিটে কাসেমিরোর একমাত্র গোলে এই জয় পায় ব্রাজিল।

খেলাটি দোহায় স্টেডিয়াম ৯৭৪ এ হয়। দুই দলই প্রথম থেকে ছন্দ ধরে রাখে। তবে ব্রাজিল অনেক বেশি আক্রমণ চালায়। ৬৬ মিনিটে একবার অবশ্য এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র গোল করেছিলেন। কিন্তু তা অফসাইডের জন্য বাতিল করা হয়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারায় ব্রাজিল। সেই ম্যাচটিতেই নেইমার ইনজুরিতে পড়েন। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও খেলতে পারবেন না নেইমার। তাকে ছাড়াই সুইজারল্যান্ড এর বিপক্ষে জিতলেই সেরা ১৬ তে খেলা নিশ্চিত হত। ব্রাজিল তা নিশ্চিত করে নিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ