দক্ষিণ কোরিয়াকে আজ হারালেই কোয়ার্টার ফাইনালে উঠবে নেইমারদের ব্রাজিল

দক্ষিণ কোরিয়াকে আজ হারালেই কোয়ার্টার ফাইনালে উঠবে নেইমারদের ব্রাজিল

মিথুন আশরাফ – মহা বিপাকে আছে ব্রাজিল। আক্রমনভাগের তারকা ফুটবলার নেইমার নেই। গ্রেবিয়েল জেসুস নেই। রক্ষণভাগের দানিলো নেই। এ তিন ফুটবলার ইনজুরিতে পড়ে আছেন। তাতে করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ রাত ১ টায় স্টেডিয়াম ৯৭৪ এ নকআউট পর্বের খেলায় বিপাকেই পড়ে আছে ব্রাজিল। এরপরও ব্রাজিল বলে কথা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বকাপে প্রথমবার লড়াই করতে নেমে দক্ষিণ কোরিয়াকে সহজেই হারিয়েও দিতে পারে ব্রাজিল। হারালেই কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হবে ব্রাজিলের। একইদিন রাত ৯ টায় জাপান ও ক্রোয়েশিয়া শেষ ষোল’র ম্যাচও আছে।

গ্রুপ পর্বে ব্রাজিল প্রথম দুটি ম্যাচেই জিতেছে। তাতে করে শেষ ষোলতে খেলা নিশ্চিত করে ফেলেছে। সার্বিয়াকে ২-০ গোলে হারানোর পর সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েই শেষ ষোলতে খেলা নিশ্চিত করে। তবে ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরে যায়। ৬ পয়েন্ট নিয়ে তবুও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয়।

দক্ষিণ কোরিয়া ভাগ্যগুনে শেষ ষোলতে ওঠে। উরুগুয়ের সমান ৪ পয়েন্ট, সমান গোল, হেড টু হেড একই ছিল দক্ষিণ কোরিয়ার। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে উরুগুয়ের সাথে গোলশূন্য ড্র করার পর ঘানার কাছে ২-৩ গোলে হারে দক্ষিণ কোরিয়া। তবে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দেয়। উরুগুয়ের সমান সব থাকার পরও দক্ষিণ কোরিয়া শেষ ষোলতে ওঠে। কারণ, ফেয়ার প্লে’তে কার্ড কম খায় দক্ষিণ কোরিয়া। এমন অবস্থায় ব্রাজিলের বিপক্ষে নকআউট পর্বে খেলা দক্ষিণ কোরিয়ার। তারা যে ব্রাজিলের তুলনায় দুর্বল দল তা বোঝাই যাচ্ছে।

এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে সাতবার প্রতিদ্বন্দ্বিতা করেছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। ব্রাজিল জিতেছে ছয়টি ম্যাচ। এশিয়ান দলটির একমাত্র জয় ১৯৯৯ সালে প্রীতি ম্যাচে। চলতি বছরের জুনে প্রীতি ম্যাচে দুই দলের সবশেষ সাক্ষাতে ব্রাজিল জিতেছিল ৫-১ গোলে। বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হবে দল দুটি।

একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি আসরে খেলেছে ব্রাজিল। পাঁচবার চ্যাম্পিয়নও হয় তারা। সবশেষ ২০০২ সালে শিরোপা জেতার পর আর ফাইনালে যেতে পারেনি তারা। ২০০২ বিশ্বকাপে সহ-আয়োজক দক্ষিণ কোরিয়া সেমি-ফাইনালে খেলেছিল। বৈশ্বিক আসরে এশিয়ার কোনো দলের সেরা সাফল্য এটি। এবারের আগে ২০১০ সালে নকআউট পর্বে খেলেছিল দক্ষিণ কোরিয়া। সেবার শেষ ষোলোয় তাদের ২-১ গোলে হারায় উরুগুয়ে। দুই আসর পর আবার দক্ষিণ কোরিয়া নকআউট পর্বে খেলছে। এবার তারা ব্রাজিলের মুখোমুখি হচ্ছে। ম্যাচটিতে যদি জিতে ব্রাজিল, তাহলে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ