আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথমদিনে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান করে লিটনবাহিনী

শান্তর সেঞ্চুরিতে উড়ছে বাংলাদেশ

শান্তর সেঞ্চুরিতে উড়ছে বাংলাদেশ

মিথুন আশরাফ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলছে বাংলাদেশ। সাকিব আল হাসান ইনজুরিতে দলে আগেই নেই। তামিম ইকবাল থেকেও নেই। তিনিও চোট থেকে সেরে উঠতে পারেননি। তারা না থাকলেও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে উড়ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাকিয়েছেন শান্ত। ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি করেছেন। ১১৮ বলে ১৮ চারে সেঞ্চুরি করেছেন। তাতে বাংলাদেশও উড়ছে। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান করেছে বাংলাদেশ। ৭৯ ওভার খেলা হয়েছে।

প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১১৬ রান করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে শান্তর ১৫১ বলে ২১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১২৬ রানে ২ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ। ৪৯ ওভার শেষ হয়েছে। শান্তর সঙ্গে ওপেনার মাহমুদুল হাসান জয়ও দেখিয়েছেন ঝলক। দুইজন মিলে দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি গড়েছেন। জয় ১৩৭ বলে ৯ চারে ৭৬ রান করে আউট হন। দলের ২১৮ রানে গিয়ে জয় আউট হওয়ার পর মুমিনুল হককে (১১*) নিয়ে এগিয়ে চলেছেন শান্ত। বাংলাদেশের রান অনেক উপরে চলে যায়।

তৃতীয় সেশনে আরও ৩ উইকেট হারিয়ে আরও ১২৭ রান যোগ করে বাংলাদেশ। এই সময়ে শান্ত আউট হয়ে যান। ১৭৫ বলে ২৩ চার ও ২ ছক্কায় ১৪৬ রান করে আউট হন শান্ত। ৫ উইকেট যাওয়ার পর মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ মিলে এগিয়ে যেতে থাকেন। মুশফিক ৪১ ও মিরাজ ৪৩ রানে অপরাজিত থাকেন। দুইজন মিলে ষষ্ঠ উইকেটে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। তাতে করে এত বড় স্কোর হয়।

এরআগে ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলে বাংলাদেশ। সেই টেস্ট হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই টেস্টটি ২২৪ রানে হারে বাংলাদেশ। এরপর এবার দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। এবার প্রথম দিনেই ৩৬২ রান করে। এরআগের টেস্টের প্রথম দুই ইনিংসে ৩০০ রানও করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে ২০৫ রান ও দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান করেছিল। এবার প্রথম দিনেই অনেক বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ