২৮ অক্টোবর সমাবেশের জন্য পুলিশ বিকল্প স্থানের কথা বললেও তা নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি দুই দুলই।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশের অনুমতি চায় আওয়ামী লীগ। আবেদনের জবাবে পুলিশের চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ নানা তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি জন-নিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দু’টি নামও চেয়েছিল পুলিশ। তবে দলটি বিকল্প কোন স্থানের কথা ভাবছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম।
এদিকে, বিএনপির কাছে সমাবেশের বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য জানতে একই ধরনের চিঠি দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই চিঠির জবাব দিয়েছে দলটি। জবাবে বিএনপি বলেছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়।
ডিএমপিতে দেওয়া চিঠিতে বিএনপি জানিয়েছে, তাদের সমাবেশে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার লোকের সমাগম হবে। অন্য কোনো রাজনৈতিক দলের লোক তাদের সমাবেশে আসবে না। দলটি আরও জানিয়েছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়। এজন্য তারা ৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে।