ঢাকায় ‘মার্চ ফর গাজা’ ঘিরে নিরাপত্তা জোরদার
ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামক একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচির আয়োজন করেছে।
সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। নিরাপত্তা নিশ্চিত করতে বহিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি সুনির্দিষ্ট ট্রাফিক পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ডিএমপির মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যানবাহন চলাচলের সুবিধার্থে আলাদা ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে।
ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক জানান, ডিবির সাইবার টিমসহ একাধিক গোয়েন্দা ইউনিট সক্রিয় রয়েছে। যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য নজরদারি জোরদার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা নির্ধারিত পথ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।
যেমন:
বাংলামোটর থেকে শাহবাগ হয়ে রমনা গেট
কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট
জিরো পয়েন্ট ও বকশীবাজার থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট
নীলক্ষেত মোড় থেকে ভিসি চত্বর হয়ে টিএসসি গেট
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য দিকনির্দেশনা: ১. নিজ দায়িত্বে প্রয়োজনীয় জিনিস যেমন পানি, ছাতা, মাস্ক নিয়ে আসুন এবং পরিবেশ পরিষ্কার রাখুন।
২. শান্তিপূর্ণ মনোভাব বজায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করুন।
৩. রাজনৈতিক প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার ব্যবহার করুন এবং কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করুন।
৪. কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।