Search
Close this search box.

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নজরুল গ্রেফতার

পথে প্রান্তরে ডেস্ক- একাত্তরের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত মো:নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ (৩ জুন) দুপরে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ নজরুল ইসলাম (৬৯) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মনবতাবিরোধী অপরাধ সংঘটন করে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয় আন্তর্যাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে মৃত্যুদন্ড দেয় আদালত। এ রায় ঘোষনার পর সে দীর্ঘদিন রাজধানীর মোহাম্মদপুরে আত্বগোপন করে ছিলো।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ.ন.ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ