Search
Close this search box.

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার তুরস্ক থেকে ঢাকায় আসা এক নাগরিক এই রোগে আক্রান্ত। এমন সন্দেহই করা হয়েছে। তাঁকে সংক্রামক ব‌্যা‌ধি হাসপাতা‌লে ভর্তিও করা হয়েছে। তবে তার শরীরে মাঙ্কিপক্সের কোন লক্ষণ মিলেনি। ওই ব্যক্তির পরীক্ষা-নিরীক্ষা ভালোভাবে করে তা নিশ্চিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন : মাঙ্কিপক্স : বাংলাদেশে আক্রান্ত সন্দেহে তুরস্কের নাগরিক হাসপাতালে

 

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিভিন্ন সামাজিক মাধ্যমসহ বেশ কিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমে ‘দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে’ বলে তথ্য প্রচার হচ্ছে, যা সঠিক নয়। দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হননি। ভবিষ্যতে কোনো ব্যক্তির আক্রান্তের ঘটনা কখনো ঘটলে-তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এ মুহূর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ