Search
Close this search box.

খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : রেলপথমন্ত্রী

খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : রেলপথমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া সাজাপ্রাপ্ত। সংবিধান অনুযায়ী তার নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।’-কথাগুলো বলেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম। পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পঞ্চগড়-সান্তাহার রুটে আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধন এবং স্টেশনের নবনির্মিত তোরণ, সংযোগ সড়ক ও কার পার্কিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘দেশকে এবং সরকারকে বেকায়দায় ফেলতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি।’ রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম আরও বলেন, ‘তারেক রহমানও সাজাপ্রাপ্ত আসামি এবং পলাতক। এ জন্য তারা নির্বাচনে আসতে চায় না।’

বিএনপি এর আগে অন্ধকার পথে, চোরাই পথে ক্ষমতায় এসেছিল উল্লেখ করে রেলপথমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের সমন্বয়ে দল গঠন করেন। তার দলের একটি ভিত্তি তৈরির চেষ্টা করেন। পরাজিত শক্তি এখনো সক্রিয় এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে।’

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই রেল চালু হওয়ার ফলে উত্তরাঞ্চলের কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজে রেলে পরিবহন করতে পারবেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হবেন।’ রেল বিভাগ চট্টগ্রাম-কক্সবাজার, সিরাজগঞ্জ-বগুড়া, খুলনা-যশোর, খুলনা-মংলাসহ নতুন রেলপথ নির্মাণ করছে জানিয়ে মন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতে পঞ্চগড়-বাংলা-বান্ধা রেলপথ নির্মিত হবে যা ভারতের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে।

রেলপথমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা ছাড়া দেশ গড়ার কোনো দলগত পরিকল্পনা বিএনপির নেই। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের সমন্বয়ে তার দলের একটি ভিত্তি তৈরির চেষ্টা করেন। পরাজিত শক্তি এখনো সক্রিয় এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রেল যোগাযোগ আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। সে অনুযায়ী এবারের বাজেটে রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা মন্ত্রণালয়ের অর্থ প্রাপ্তি অনুযায়ী পঞ্চম স্থান।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ