Search
Close this search box.

একশো কোটি  টাকার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

একশো কোটি টাকার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার \  ব্যবহার নিষিদ্ধ প্রায় ১০৫ কোটি  টাকার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড । কোস্ট গার্ড ঢাকা জোনের পাগলা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।

সোমবার  বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল  বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে ঢাকার  চকবাজার সংলগ্ন চক মোগলটুলি আল-সাহানী মার্কেটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  মার্কেটের ০২ টি গোডাউন থেকে আনুমানিক তিন কোটি পঞ্চাশ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০৫ কোটি  টাকা।

অভিযানটিতে  ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা কামাল, কেরানীগঞ্জের  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  বাবলী শবনম উপস্থিত ছিলেন ।

তিনি আরও জানান, জব্দকৃত কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলা এর উপস্থিতিতে  আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ