Search
Close this search box.

পদ্মা সেতুতে একদিনে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতুতে একদিনে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতু উদ্বোধনের পরের দিন রবিবার যানবাহন চলাচল শুরু হয়। যানবাহন চলাচলের প্রথমদিনে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে।

বাসেকের তথ্য অনুসারে, প্রথম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এপথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

গত শনিবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি টোল দিয়ে সেতু পার হন। রোববার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সোমবার সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ