স্টাফ রিপোর্টার : পদ্মা সেতুতে একটি পেঁয়াজবাহী পিকআপ ভ্যান উল্টে ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার বিকেল পৌনে ৬টার দিকে মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার কারণে পিকআপে থাকা ১৩৪ বস্তা পেঁয়াজ ছিটকে রাস্তায় পড়ে গেছে এবং সেতুর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা একটি গাড়িও দুর্ঘটনার শিকার হয়েছে। এ জন্য মূল সেতুতে ধীরগতিতে যান চলাচল করেছে। একটি পিকআপ ভ্যান মাওয়া প্রান্তের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে। এরপর সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পেঁয়াজের মালিক সাহেদ জানান, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলেন তিনি। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসে তার পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তার অনেক পেঁয়াজ রাস্তায় পড়ে যায়।
এদিকে পদ্মা সেতুর ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে জরিমানা করা শুরু হয়েছে। অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সেতুর মুন্সীগঞ্জ অংশে এই জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মো. আশরাফুল কবীর।
সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধভাবে সেতুর ওপর গাড়ি পার্কিং করার অপরাধে এই জরিমানা করা হয়েছে জানিয়ে আশরাফুল কবীর বলেন, পদ্মা সেতুর মুন্সীগঞ্জ অংশে অবস্থানকালে সেতুর মাঝখানে প্রাইভেটকার থামিয়ে সাত থেকে আটজন ব্যক্তি সেতুতে অবস্থান করেন। এ সময় তাদেরকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে স্বীকার করলে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়। পদ্মা সেতুতে মোটরসাইকেল যাত্রায় হেলমেট না থাকায় প্রথম জরিমানা দেন মাদারীপুরের কাঁঠালবাড়ীর বাসিন্দা আয়ূব খান। রোববার পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা প্রান্তে তাকে ১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।