স্টাফ রিপোর্টার : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ পর্যন্ত ৩ হাজার জঙ্গি গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শুক্রবার রাজধানীর গুলশানে হলি আর্টিসান হামলার ৬ বছর পূর্তিতে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, ছয় বছর আগে হলি আর্টিসানের মর্মান্তিক ঘটনায় তিন বাংলাদেশিসহ ২০ জন নিহত হন। এ ঘটনায় দায়িত্ব পালনের সময় দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছে র্যাব। সিলেটে জঙ্গিবাদবিরোধী অভিযানে নিহত হয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল আজাদ। তার রুহের মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান র্যাবের ডিজি।
র্যাব হলি আর্টিসানে হামলার ১২ ঘণ্টার মধ্যে ওই এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, হলি আর্টিসানে হামলার পর আমরা ১ হাজার ৫০০ জঙ্গি এবং আজ পর্যন্ত ৩ হাজার জঙ্গি গ্রেপ্তার করেছি। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষনীয়। আমরা জঙ্গিবাদ দমনের ধারাবাহিকতা ধরে রেখেছি। এজন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, সব সময় সতর্ক থাকছি।