Search
Close this search box.

রাজধানীর কোরবানির পশুর হাট জমজমাট

রাজধানীর কোরবানির পশুর হাট এখন জমজমাট

স্টাফ রিপোর্টার \ ঈদ ঘনিয়ে আসায় দামাদামিতে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। তবে বাড়তি দামের কারণে অনেক ক্রেতার নাগালের বাইরে পছন্দের পশু। এদিকে গো-খাদ্যের উচ্চমূল্যের কারণে দামে ছাড় দিতে চান না বিক্রেতারাও।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু এসেছে রাজধানীর আফতাবনগর হাটে। এবার হাটে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছে ১৫ লাখ টাকা দামের রাজা-বাদশা’সহ বাহারি নামের সব পশু।

হাতে আর বেশি সময় না থাকায় ভ্যাপসা গরম উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকেই হাটে ছুটছেন ক্রেতারা। পশু পছন্দ হলেই ওজনের সঙ্গে দাম মেলাতে চুরচেরা বিশ্লেষণ করছেন অনেকেই।

হাটঘুরে দেখা গেল, গত কয়েকদিন মাঝারি গরুর চাহিদা থাকলেও ধীরে ধীরে বড় গরুর দিকে নজর পড়ছে ক্রেতার। ২ লাখ বা এর কম দামের পশুর প্রতি ঝোঁক বেশি ক্রেতাদের। তবে বড় গরুর দাম জানায় আগ্রহ ক্রেতাদের।গরুর দাম বেশি অভিযোগ করে একজন ক্রেতা বলেন, পছন্দের গরুর রয়েছে। অনেক গরু পছন্দ হয়েছে কিন্তু দরদামে হচ্ছে না। গরুর দাম অনেক বেশি। গত বারের চেয়ে অনেক বেশি চায়। গরুর দাম কম হলেও আগের তুলনায় ৪০ থেকে ৫০ শতাংশ বেশি। তবে গরু পর্যাপ্ত রয়েছে।

তবে বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেড়েছে। তাই লোকসানে পশু বিক্রি করবেন না তারা।

রাজধানীর দুই সিটি করপোরেশনের ২১টি হাটে এবার বিক্রি হচ্ছে কোরবানির পশু।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ