Search
Close this search box.

সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির বর্জ্য স্থানান্তর করেছে দক্ষিণ সিটি

সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির বর্জ্য স্থানান্তর করেছে দক্ষিণ সিটি

স্টাফ রিপোর্টার : শনিবার ৯ জুলাই রাত ১১ থেকে ১১ জুলাই দুপুর ১টা পর্যন্ত ৩৮ ঘণ্টায় প্রায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ করে মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মোট ২ হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এ বর্জ্য স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়াও দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকেই গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ