স্টাফ রিপোর্টার : সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাতজন, বগুড়ায় চারজন, সিরাজগঞ্জে, ময়মনসিংহে তিনজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন, গাজীপুরে দুইজন, ঢাকা, ঝিনাইদহ ও নীলফামারীতে একজন নিহত হয়েছেন। এসব ঘটনায় ২৪ জন আহত হয়েছেন। এছাড়া পটুয়াখালীতে এক দুর্ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।
ঢাকায় রাজধানীর শাহবাগ থানাধীন সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় ইব্রাহীম বিশ্বাস (২৪) নামে রিকশা আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত ইব্রাহীম বরিশাল উজিরপুর উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে।
টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। শনিবার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সদর উপজেলার উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক চাঁন মিয়া (৫০) এবং অটোরিকশার যাত্রী বিল্লাল হোসেন (৪৫)। তিনি কসবা উপজেলার খাড়েরা গ্রামের বাসিন্দা।
পুবাইলের সুকুন্দিবাগ ব্রিজ এলাকায় দুই অটোরিকশার মুখোমুুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৩৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। ইব্রাহিম নরসিংদীর মনোহরদী উপজেলার ইদ্রিস আলীর ছেলে। নীলফামারী জেলার জল ঢাকা উপজেলার টেংগনমারী-মীরগঞ্জ সড়কের বটতলা শান্তিনগর বাজারে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। ময়মনসিংহে ত্রিশালে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্টবিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪২), তার স্ত্রী রত্না বেগম (৩২) ও মেয়ে সানজিদা (৬)।