Search
Close this search box.

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে। ওয়াশিংটন ডিসির ম্যারিল্যান্ডে বাংলাদেশ হাউজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঈদুল আজহা উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

শাহরিয়ার আলম বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে সহায়তা পেয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান। রোববার ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক রাষ্ট্রদূত মার্সিয়া এস বার্নিকাট অনুষ্ঠানে বক্তৃতা করেন। যুক্তরাষ্ট্রে নিয্ক্তু বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, মার্কিন সরকার স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা সময় উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বাংলাদেশে অবস্থানকালে তার চমৎকার সময় কাটানোর কথা স্মরণ করে আশা প্রকাশ করেন দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ