Search
Close this search box.

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : ফখরুল

এবার বিভাগীয় গণসমাবেশের ঘোষণা বিএনপির

স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান মির্জা ফখরুল।

‘কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবদুস সালামের সাম্প্রদায়িক উক্তি ও নিপুণ রায় চৌধুরীর ওপর হামলার’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন (ইসি) গঠন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করেছেন। আমরা আগেই বলেছি, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। মাথাব্যথা একটা বিষয় নিয়েই যে নির্বাচনকালীন সরকারে কারা থাকবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের একমাত্র দাবি, নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়, তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ওই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন কমিশন তৈরি করে, নিরপেক্ষ কমিটি গঠনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’

আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে তাতে অংশ নেবেন না বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘যদি আওয়ামী লীগ সরকার থাকে, নিশ্চিত থাকতে পারেন, কোনো নির্বাচনই হবে না। এ কারণে, তারা আবার তাদের মতো করে একই কায়দায় নির্বাচন করবে আর আমরা বসে বসে দেখব। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ