Search
Close this search box.

ফার্মেসীতে মেয়াদউত্তীর্ন রিএজেন্ট এবং ইনজেকশন !  

স্টাফ রিপোর্টার \ রাজধানীর যাত্রাবাড়ির শহীদ ফারুক হোসেন রোডে অবস্থিত বেশ কয়েকটি ঔষধের দোকানে তদারকীমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগমের নেতৃত্বে অভিযানে নেমে সুপ্রিম মেডিকেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং ঔষধের ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও ঔষধ পাওয়া গেলে হাসপাতাল কতৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে একটি কনফেকশনারীতে অভিযান চালিয়ে বার্থডে কেকের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ তারিখ ইত্যাদি তথ্য না থাকার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় যাত্রাবাড়ী কাঁচা বাজারে ভোজ্যতেলের উপর তদারকী করা হলে জানা যায় সেখানে ভোজ্যতেল সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ