স্টাফ রিপোর্টার \ নারায়ণগঞ্জে প্রায় ৫১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের চিংড়ির রেনু পোনা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকাল আনুমানিক ৩টায় বিসিজি স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে রাজধানীর শ্যামপুর উপজেলার পোস্তগোলা ব্রীজ এর উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৬ টি ট্রাক থেকে আনুমানিক ২০ কোটি পিস চিংড়ি রেণু পোনাসহ ১৯ জনকে আটক করা হয়। জব্দকৃত রেণু পোনার আনুমানিক মূল্য ৫১ কোটি ৫০ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা আয়নাল হক, নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমা এবং স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট শামস্ সাদেকিন নির্নয় এর উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনা বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।