স্টাফ রিপোর্টার : দেশের সংকটকালীন মুহূর্তে রাষ্ট্রের অর্থ অপচয় ও সরকারি নির্দেশ লঙ্ঘন করে কৃষি মন্ত্রণালয়ের শতাধিক কর্মকর্তাদের ব্যয়বহুল বিদেশ সফরের প্রতিবাদে বুধবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরোও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের বক্তব্যে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “রাষ্ট্রের অর্থ অপচয় ও সরকারি নির্দেশ লঙ্ঘন করে কৃষি মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তাদের ব্যয়বহুল বিদেশ সফরের মতো ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এভাবে প্রতিনিয়ত অনেক আমলা বিদেশ সফরের নামে রাষ্ট্রের শতশত কোটি টাকা অপচয় করছে। এসব বন্ধ করতে হবে। জনগণের কষ্টার্জিত অর্থ অপচয়কারী এসব কর্মকর্তাদের বিরুদ্ধে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে কৃষি মন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।”
সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন,”সমগ্র বিশ্বে অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশ সরকার সকল সেক্টরে সাশ্রয়ী নীতি গ্রহণ করে একটি নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই সরকারী নির্দেশ লঙ্ঘন করে কৃষি মন্ত্রণালয়ের শতাধিক কর্মকর্তা নেদারল্যান্ডসে ভ্রমণ করে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা অপচয় করেছেন যা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কৃষি মন্ত্রী এসব কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি যা অপরাধকে প্রশ্রয় দেওয়ার শামিল। কৃষি মন্ত্রীকে এবিষয়ে জাতির সামনে তার বক্তব্য পরিষ্কার করতে হবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নিকট দাবি, অবিলম্বে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দেশের মানুষের যৌক্তিক দাবি পূরণ করুন। কারণ রাষ্ট্রের অর্থ অপচয়কারীরা দেশ ও জাতির শত্রু। বঙ্গবন্ধুর বাংলায় কোন দুর্নীতিবাজ আমলার ঠাঁই হবে না। বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি সকল পর্যায়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, “গাছে পানি দেয়ার জন্য নেদারল্যান্ডসে কর্মকর্তাদেরকে পাঠানোর নামে কৃষি মন্ত্রণালয় এদেশের জনগণের অর্থ অপচয় করেছে। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব অপকর্মের বিরুদ্ধে কৃষি মন্ত্রীর নীরবতা কখনোই মেনে নিবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। গাছে পানি দেয়ার নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় অত্যন্ত দুঃখজনক। দেশের অর্থনৈতিক সংকটে কতিপয় আমলাদের বিলাসিতা জনগণের সাথে প্রতারণা করার শামিল। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশ ও জনগণের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।”