স্টাফ রিপোর্টার : ঢাকায় সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। রবিবার রাজধানীর একটি হোটেলে সকাল ৮টার দিকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে দুই দেশ চারটি বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। আজই চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছেড়েছেন।
যে চারটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে-
১. পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ,
২. দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন,
৩. ২০২২-২৭ মেয়াদে সংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন এবং
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।
দুই দিনের সফরে গতকাল শনিবার বিকাল ৫টায় ঢাকায় পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর পরে এই প্রথমবারের মতো চীন থেকে উচ্চপর্যায়ের একজন রাজনৈতিক নেতা দ্বিপক্ষীয় সফরে ঢাকা এলেন। এর আগে ২০১৭ সালের নভেম্বরেও ওয়াং ই ঢাকায় এসেছিলেন। তবে সেটি ছিল রোহিঙ্গা বিষয়ে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রায় ১৭ ঘণ্টার সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন। আজ বেলা পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল ঢাকায় এসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এরপর জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাঁর সঙ্গে ছিলেন।