স্টাফ রিপোটার \ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জিয়াউর রহমান ও তার পরিবার সবচেয়ে লাভবান হয়েছে। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনই প্রমাণ করে জাতির পিতা হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত। জিয়াই বঙ্গবন্ধুর হত্যার অন্যতম কুশীলব।
সোমবার প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতাকে ভূ-লুণ্ঠিত করে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা ছিল মানবতাবিরোধী অপরাধ। যারা এই অপরাধ করেছিল তাদের অন্যতম কুশীলব ছিল খন্দকার মোশতাক। আর তার সঙ্গে জিয়াউর রহমানও ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী ও রাজনৈতিক সুবিধাবাদীদের সন্নিবেশ ঘটিয়ে বিএনপির সৃষ্টি হয়। সেই বিএনপি এখনো স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বর্তমান সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।