স্টাফ রিপোর্টার \ মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মন্ত্রীর কাছে মঙ্গলবার ঢাকায় ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের পরিচয়পত্র পেশকালে এ আহ্বান জানান মোমেন।
বাংলাদেশে নতুন আবাসিক প্রতিনিধিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ১৯৭২ সালের পর থেকে এখন পর্যন্ত দক্ষতা উন্নয়ন, অংশগ্রহণমূলক ও টেকসই নীতি নির্ধারণ এবং উন্নয়নমূলক শাসনব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ ও ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।
ড. মোমেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশ ও ইউএনডিপির সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মিয়ানমারে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা অনুধাবনের জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট মহলের আরও কার্যকর সহায়তা কামনা করে পররাষ্ট্রমন্ত্রী রাখাইনে নিরাপদ ও দীর্ঘস্থায়ী প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কাজ করার জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানান।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি তার পরিচয়পত্র গ্রহণের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের প্রশংসা করেন।
বাংলাদেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সার্বিক উন্নয়নে সরকারের সঙ্গে ইউএনডিপি কাজ করবে বলেও আশ্বস্ত করেন স্টেফান লিলার।