Search
Close this search box.

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর পরিবেশ গড়তে ইউএনডিপিকে পররাষ্ট্রমন্ত্রীর আহবান

স্টাফ রিপোর্টার \ মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মন্ত্রীর কাছে মঙ্গলবার ঢাকায় ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের পরিচয়পত্র পেশকালে এ আহ্বান জানান মোমেন।

বাংলাদেশে নতুন আবাসিক প্রতিনিধিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ১৯৭২ সালের পর থেকে এখন পর্যন্ত দক্ষতা উন্নয়ন, অংশগ্রহণমূলক ও টেকসই নীতি নির্ধারণ এবং উন্নয়নমূলক শাসনব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ ও ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।

ড. মোমেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশ ও ইউএনডিপির সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মিয়ানমারে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা অনুধাবনের জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট মহলের আরও কার্যকর সহায়তা কামনা করে পররাষ্ট্রমন্ত্রী রাখাইনে নিরাপদ ও দীর্ঘস্থায়ী প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কাজ করার জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানান।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি তার পরিচয়পত্র গ্রহণের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের প্রশংসা করেন।

বাংলাদেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সার্বিক উন্নয়নে সরকারের সঙ্গে ইউএনডিপি কাজ করবে বলেও আশ্বস্ত করেন স্টেফান লিলার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ