Search
Close this search box.

এবার আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য করলে প্রতিহত করা হবে – তথ্যমন্ত্রী

এবার আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য করলে প্রতিহত করা হবে - তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার – তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলন মানেই পেট্রোল বোমা হামলাসহ নৈরাজ্য সৃষ্টি করা। এবার তা করা হলে তাদের প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। সমমনা দল নিয়ে বিএনপির আন্দোলনে নামার ঘোষণার সমালোচনা করে এমন কথা বলেন তথ্যমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) বাংলাদেশ সংবাদপত্র পরিষদের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপিকে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, যেহেতু আওয়ামী লীগ সরকারের দায়িত্বে আছে তাই দলের সমালোচনা হবে। পৃথিবীর কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারে না। দেশকে এগিয়ে নিতে হলে জনগণকে স্বপ্ন দেখাতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, যাদের কারণে সাংবাদিকদের বদনাম হচ্ছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু সংবাদপত্রকেও চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ভিত্তিতে সরকার হটানোর যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করেছে বিএনপি। তিনি বলেন, অত্যাচার নির্যাতন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো সরকারই বেশি দিন টিকে থাকতে পারেনি। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকার বেশি দিন টিকে থাকে গুম, খুন, নির্যাতন, গ্রেফতার ও দমন নীতির মধ্য দিয়ে। পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়। কিন্তু সরকার পুলিশকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করছে। পুলিশ প্রজাতন্ত্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান। তার মৌলিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা করা। নাশকতা বন্ধ করা। কিন্তু বর্তমানে বাংলাদেশে পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা। পুলিশের ভূমিকা নির্ভর করবে সরকারের ভূমিকার উপরে। সরকার যে সিদ্ধান্ত দিচ্ছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করতে হয়। বারবার বলার চেষ্টা করেছি যে, পুলিশ প্রজাতন্ত্রের প্রতিষ্ঠান, তার মৌলিক দায়িত্বগুলো হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা নাশকতা বন্ধ করা। কিন্তু বাংলাদেশের তাদের দায়িত্ব একটাই হয়ে দাঁড়িয়েছে, নির্দেশ আসে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা গায়েবি মামলা দেওয়া। ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করেই তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ