Search
Close this search box.

বিদ্যুৎ নিয়ে শঙ্কা অচিরে কেটে যাবে –প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ নিয়ে এত শঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা চেষ্টায় আছি—ভালো অবস্থায় যাবো।

সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ‘দিনের বেলা সবাইকে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে’ এমন বক্তব্যের বিষয়ে জানতে চান। এসময় প্রতিমন্ত্রী বলেন, উপদেষ্টা শঙ্কা হিসেবে কথাগুলো বলেছেন। অচিরেই সেই শঙ্কা কেটে যাবে।

নসরুল হামিদ বলেন, কথাটা এসেছে শঙ্কার ভিত্তিতে। যদি দেশের অবস্থা, সারাবিশ্বের অবস্থা খুব খারাপের দিকে যায় তখনকার কথা তিনি বলতে চেয়েছেন মনে হয়। তবে আমি মনে করি—এতো শঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা চেষ্টায় আছি—ভালো অবস্থায় যাবো। আমাদের সব পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগোতে হবে। এটাই বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি—আমরা এটা সামাল দিতে পারবো।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন বিদ্যুৎতের চাহিদার পরিমাণ কম। সুতরাং লোডশেডিংয়ের সু্যোগ এখন নেই। আমরা এখান থেকে যতদ্রুত সম্ভব বের হয়ে আসার চেষ্টা করছি। ঢাকা এবং চট্টগ্রামে কতো দ্রুত লোডশেডিং থেকে বেরিয়ে আসতে পারি সে রকম ব্যবস্থা আমরা গ্রহণ করে যাচ্ছি। আমরা আশা করছি—কয়েক মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় চলে আসবো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ