Search
Close this search box.

প্রথমবারের মতো পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

প্রথমবারের মতো পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার – পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে একটি ইঞ্জিন ও খোলা বগি যাত্রার মধ্যে দিয়ে প্রথমবারের মতো ট্রেন চলাচল শুরু করলো। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙা রেল স্টেশন থেকে বগিটি যাত্রা শুরু করে। এ সময় পদ্মা সেতুর রেল সড়ক প্রকল্পের উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রকৌশলীগণ, রেলওয়ের কর্মকর্তাগণ ও চীনা কোম্পানির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এর আগে পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল উপলক্ষে স্টেশনটিকে সাজানো হয়। স্থানীয় উৎসুক জনতা রেল ইঞ্জিনটি দেখার জন্য ছুটে আসে। ভাঙ্গা রেল স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, রেল বগি গ্যাংকার (এধহমশধৎ) ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের পরীক্ষামূলকভাবে সকাল সাড়ে ১০টায় ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতুর ভায়াডাক্ট পর্যন্ত ছেড়ে গেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ডিরেক্টর (পিডি) আফজাল হোসেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা মেজর, জেনারেল এস,এম জাহিদ ও রেল প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের মধ্যে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার এবং ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৯ কিলোমিটার অংশের কাজের অগ্রগতি শেষ পর্যায়ে রয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে প্রায় ১৮ হাজার কোটি টাকা। এছাড়া চীন সরকারের পক্ষ থেকে অর্থায়ন করা হচ্ছে প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ