স্টাফ রিপোর্টার – লরি ও বাসের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ফেনীতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফহেতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি জানান, ইউনিক সার্ভিসের একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান চট্টগ্রাম যাওয়ার পথে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। পরে হাসপাতালে নিলে রিয়াজ উদ্দিন নামের আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল হোসেন, ফিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান। অন্য দুজনের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ নায়েক জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় লক্ষীপুর জেলার রিয়াজ উদ্দিন নামে আরেকজন মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, দুর্ঘটনা কবলিত বাস-কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।