Search
Close this search box.

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা – স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা - স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার – বিএনপি নয়াপল্টনে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামার। তিনি বলেছেন, ২৫ লাখ লোকের সমাগম নয়াপল্টনে কেন করবে এখন আমাদের চিন্তার বিষয়। কেন তারা সেখানে করতে চায়। সেটা আমাদের দেখার বিষয়। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারা যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

এরআগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কারও আস্ফালন, কারও ঘোষণা বা কারও স্বপ্নে দেশ চলবে না। বাংলাদেশ চলবে এদেশের জনগণের ম্যান্ডেটে। বাংলাদেশ চলবে এদেশের জনগণের ইচ্ছায়। সেজন্যই কারও আস্ফালন কিংবা কারও ঘোষণায় বাংলাদেশের মানুষ কাউকে ভয় পায় না। এসব নিয়ে দেশের মানুষ আতঙ্কিত নয়।

নেতাকর্মীদের প্রতি তিনি এসময় আহ্বান জানান কোনও ধরনের গুজবে কান না দেওয়ার জন্য। মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। আমরা সামনের দিকে এগিয়ে যাবোই। বাংলাদেশ এগিয়ে যাবে। শেখ হাসিনা যতদিন আছেন ততদিন বাংলাদেশের এই গতি কেউ রুখতে পারবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলছেন লাখ লাখ মানুষ তারা আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে নিয়ে আসবেন। নিয়ে এসে বসে পড়বেন। আর সেখান থেকে তারা এক দফা দাবি করে দেবেন। আর বাংলাদেশ তাদের নেতৃত্বেই চলবে। যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এমনভাবে ইতিহাস সৃষ্টি করার প্রচেষ্টা নিয়েছিলেন যে একজন বেতারের মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এখানে ’৫৪ এর আন্দোলন নেই, ‘৬২ আন্দোলন-‘৬৯ এর আন্দোলন নেই, একাত্তরের মুক্তিযুদ্ধ নেই। ঘোষণা দিলো আর স্বাধীন হয়ে গেলো। এরকমই চিন্তা-ভাবনা আবারও করছে।

তিনি বলেন, মনে রাখবেন, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের রাজনীতি করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণকে, জনগণের ভোটকে। এদেশের মানুষ আর কখনও ভুল করবে না। তারা আবারও নৌকা মার্কায় ভোট দেবেন। আবারও আলোকিত হবে বাংলাদেশ। আবারও এগিয়ে যাবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ