Search
Close this search box.

সবুজ পতাকা দুলিয়ে সবুজ সংকেত

সবুজ পতাকা দুলিয়ে সবুজ সংকেত

স্টাফ রিপোর্টার – উদ্বোধনের পর টিকেট কেটে মেট্রোরেলের যাত্রী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি অবতীর্ণ হন গার্ডের ভূমিকায়। সবুজ পাতাকা নেড়ে মেট্রো ট্রেন চলাচলের সবুজ সংকেত তিনি দেন। তারপর সেই পতাকায় স্বাক্ষরও করেন সরকারপ্রধান।

বুধবার সকালে দিয়াবাড়ি স্কুলের মাঠে সুধী সমাবেশে মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরে তিনি উত্তরা উত্তর স্টেশন ঘুরে দেখেন এবং বুধ থেকে মেট্রো রেলের টিকেট কাটেন। পরে মেট্রোরেলের যাত্রী হয়ে রওনা দেন আগারগাঁওয়ের উদ্দেশ্যে।

উদ্বোধনের পর দেশের প্রথম মেট্রোরেলের যাত্রী হতে টিকেট কেটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এই টিকেট নিয়েই তারা উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও যাবেন। তাদের সঙ্গী হচ্ছেন দুই শতাধিক নাগরিক, যাদের মধ্যে থাকবেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাক কর্মী, রিকশা চালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করার পর উত্তরা উত্তর স্টেশনে একটি তেঁতুল গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বক্তৃতা করার পর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন শেখ হাসিনা। পরে তাকে উত্তরা উত্তর স্টেশন ঘুরিয়ে দেখানো হয়। স্টেশন দেখার পর ফলকের পাশে একটি তেঁতুল গাছের চারা রোপণ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ