Search
Close this search box.

বিপদ কখনো কখনো সম্পদে পরিণত হয় – বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার-  ২০১৩ সালে ঢাকার পার্শ্ববর্তী এলাকা সাভারে রানা প্লাজা দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিপদ অনেক সময় সম্পদে পরিণত হয়। সেই দিন অপ্রত্যাশিত এই ঘটনা না ঘটলে দেশের তৈরি পোশাক খাত এই পর্যায়ে আসত না। তখন খাত-সংশ্লিষ্টরা অনেকটা ঘাবড়ে গিয়েছিল। এই বুঝি বিশ্ব আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে পোশাক খাতের সংস্কারের ফলে বিশ্বের একক দেশ হিসেবে সবচেয়ে বেশি সবুজ কারখানার দেশে পরিণত হয়েছে। এ জন্য জ্ঞানীদের সঙ্গে একমত হয়ে বলি, বিপদ অনেক সময় সম্পদে পরিণত হয়। যেটা আমাদের তৈরি পোশাক খাতে হয়েছে।

তিনি বলেন, একইভাবে বর্তমান পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণ বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলা এবং চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে যে বিপদ দেখা দিয়েছে, তাকেও তিনি সম্পদে পরিণত করেছেন।

বৃহস্পতিবার কাকরাইলের আইডিইবি ভবনে তিন দিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রোজার শুরুতে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘ভোজ্যতেল, পেঁয়াজ, ছোলার মতো পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় স্বাভাবিক আছে। আসন্ন রমজানে সমস্যা হবে না। ডলারের কারণে আগামীতে দামের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে। তবে ভোক্তারা একসঙ্গে পুরো রমজান মাসের পণ্য কিনলে বাজারে এর একটা প্রভাব পড়ে। অসাধু ব্যবসায়ীরা তখন এ সুবিধা নিয়ে থাকে।’ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএপিএলসি) সভাপতি আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছায়েদুর রহমান এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ