Search
Close this search box.

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে – ডোনাল্ড লু

স্টাফ রিপোর্টার- র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমে আসায় বিধিনিষেধ প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ বিফ্রিংয়ে যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক এমন ইঙ্গিত দেন।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেন, ‘নিষেধাজ্ঞার পর কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমে গেছে। এটি ইতিবাচক। আগামীতে র‌্যাবের বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার র‌্যাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কাজ করছে। বিষয়টি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করি, ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

এর আগে শনিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে নৈশভোজে অংশ নেন ডোনাল্ড লু। এ সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন। নৈশভোজ শেষে বৈঠকে বসেন তারা। ওই দিন রাতে ডোনাল্ড লু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ।

ডোনাল্ড লু এই সফরে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের নেতাদের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। বর্তমান সময়ের বাস্তবতায় লুর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ