Search
Close this search box.

রোহিঙ্গা ইস্যুতে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না বাংলাদেশ - পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের মতো ছোট দেশ বছরে বিলিয়ন ডলার খরচ করলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা মিলছে না। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক কোলাবোরেশন নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, রোহিঙ্গাদের জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে। তিনি বলেন, নীতিগতভাবে উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক চায় বাংলাদেশ। এ নিয়ে নিজস্ব কর্মকৌশল প্রণয়ন করছে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বড় দেশগুলোর মধ্যে এই অঞ্চল নিয়ে প্রতিযোগিতা রয়েছে। তাই জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলবে বাংলাদেশ। এ সময় ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে ঢাকা যুক্ত হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

রোহিঙ্গা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে যেকোনো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনার জন্য বাংলাদেশের দ্বার উন্মুক্ত। শাহরিয়ার আলম আরও বলেন, বড় দেশগুলোর মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে প্রতিযোগিতা রয়েছে। জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চলবে বাংলাদেশ। শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় থেকে এই প্রতিযোগিতা করা উচিত।

তিনি বলেন, নীতিগতভাবে উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চল চায় বাংলাদেশ। এ নিয়ে নিজস্ব কর্ম কৌশল প্রণয়ন করছে ঢাকা। তবে এখনই ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএফ) মতো কোনো মুক্ত বাণিজ্য ফোরামে যোগ দেয়ার সিদ্ধান্তে আসেনি বাংলদেশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ