স্টাফ রিপোর্টার – ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিন আরোহীকে পিষে মেরে মোটরসাইকেল হিঁচড়ে ১০০ মিটার নিয়েছে বাস।
দুর্ঘটনায় নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের বাকী সেকের ছেলে মাইনুদ্দিন সেক (২৫), তার মেয়ে তাবাসসুম ইনসানা (৮) ও অপরজন মাইনুদ্দিন সেকের নিকট আত্মীয় সৌরভ মাতুব্বর (২০)। এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
রবিবার দুপুরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির আগুন নিয়ন্ত্রণে এনে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় জনতার হাতে আটক বাসটির সুপারভাইজারকে উদ্ধার করে পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম জানান, ভাঙ্গা থেকে মোটরসাইকেলে মাইনুদ্দিন সেক তার কন্যা ও আত্মীয়কে নিয়ে গ্রামের বাড়ি নগরকান্দায় যাচ্ছিলেন। মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছলে ঢাকাগামী স্টার এক্সপ্রেস পরিবহনের বাসটি মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দিয়ে ১০০ মিটার পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যায়। পরে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাস ও বাসের নিচে থাকা মোটরসাইকেলটি পুড়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম আরও জানান, লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।