স্টাফ রিপোর্টার – এক মাসের কম সময় বাকি। আগামী মাসের শুরুতেই দেশে আসছে আদানির বিদ্যুৎ। এই বিদ্যুতের দাম নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, মার্চ মাস থেকেই ভারতের আদানি গ্রুপ বিদ্যুতকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত হচ্ছে। এর দাম পায়রার কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চেয়ে বেশি হবে না। তিনি আরো বলেন, আগামী এপ্রিলে আদানির বিদ্যুতকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ পাবে বাংলাদেশ।