Search
Close this search box.

জাপানি কোম্পানির কাছ থেকে এলএনজি আমদানি করবে সরকার

স্টাফ রিপোর্টার- দেশের জ্বালানির চাহিদা মিটাতে এক কার্গো সমপরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে খরচ হবে ৬৯০ কোটি টাকার বেশি।  বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এলএনজি আমদানির প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, সভায় মোট ৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে স্পট মার্কেট থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে। রেস্পন্সিভ দরদাতা হিসাবে জাপানের জেরা করপোরেশনের নাম সুপারিশ করা হয়েছে। আমদানির মোট খরচ পড়বে ৬৯০ কোটি ৪২ লাখ ৯ হাজার ৩১২ টাকা। প্রতি ইউনিটের দাম পড় ১৬.৫ মার্কিন ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা এ এলএনজি আমদানি করবে। রেকর্ড দামে দুটি এলএনজি কার্গো কিনেছে সরকাররেকর্ড দামে দুটি এলএনজি কার্গো কিনেছে সরকার

এ ছাড়া সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের জন্য স্থানীয় বাজার থেকে এক লাখ ১০ হাজার লিটার ভোজ্য তেল কেনা এবং তুরস্ক থেকে মসুর ডাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ