Search
Close this search box.

ময়মনসিংহে জনসভায় প্রধানমন্ত্রী – আ. লীগ মানুষের উন্নয়ন করে, বিএনপি করে লুটপাট

ময়মনসিংহে জনসভায় প্রধানমন্ত্রী - আ. লীগ মানুষের উন্নয়ন করে, বিএনপি করে লুটপাট

স্টাফ রিপোর্টার – সরকারে আসার আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন বলে জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষের উন্নয়ন করে, বিএনপি করে লুটপাট, বোমা হামলা, দুর্নীতি, জঙ্গিবাদ। শনিবার বিকালে ময়মনসিংহ শহরের সার্কিট হাউসে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো, সেটা আমরা করেছি। প্রতিটা ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এদেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। কিন্তু আমরা ক্ষমতায় এসে খাদ্য ঘাটতি দূর করেছি।’
এসময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্যের দাম বাড়ার বিষয়টি টেনে প্রধানমন্ত্রী দেশের মানুষের যার যতটুকু জমি আছে আছে তাতে উৎপাদন করার বিষয়ে আবারো আহ্বান জানান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর ময়মনসিংহ এলেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখার আগে তিনি জনসভাস্থল থেকে বিভাগীয় এই নগরীর ১০৩টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা দেশেকে স্বাধীন করে যখন দেশে পুনর্গঠনের কাজ শুরু করেছিলে তখনই তাকে হত্যা করা হয়। যারা জাতির পিতাকে হত্যা করেছিল তারাই আমাকে দেশে আসতে দেয়নি। দীর্ঘ ছয় বছর আমাকে দেশে আসতে দেয়নি। আমার একটাই লক্ষ্য বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে নিয়ে এদেশ স্বাধীন করেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করা। তারই ধারাবাহিতকায় ময়মনসিংহবাসীর জন্য আমি কিছু উপহার নিয়ে এসেছি। এর মধ্যে ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন করা হয়েছে। প্রতিটি বিভাগে আমরা একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করছি। ময়মনসিংহ বিভাগেও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে ময়মনসিংহে চারটি সিনামা হলে বোমা হামলা করা হয়। আমরা মানুষের উন্নয়নের জন্য কাজ করি। আর বিএনপি মানুষের বাড়ি দখল করে। যেসকল মানুষ গৃহহীন ছিল তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি। ৩৫ লাখ মানুষকে আমরা ঘরে করে দিয়েছি। আরও ৪০ লাখ মানুষকে আমরা ঘর দেব। দেশের শিক্ষাকে আরও এগিয়ে নিতে বিনামূল্যে আমরা বই দিচ্ছি।’

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে এদেশের মানুষের সহযোগিতা চাই। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি বলেই দেশের মানুষ এত সহজে বিভিন্ন সেবা পাচ্ছে। এত উন্নয়ন করার পরে বিএনপি বলে আমরা উন্নয়ন করিনি। তারা এত মিথ্যা কথা বলে। বিএনপি যে মিটিং করে মাইক ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন না করলে তো তারা মাইকও ব্যবহার করতে পারত না। বিএনপি ক্ষমতায় এলে এদেশে বিদ্যুৎ উৎপাদন কমে যায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। বর্তমানে দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের অত্যাচারে মানুষ অতিষ্ট ছিল। বোমা হামলা, দুর্নীতি, লুটপাট জঙ্গিবাদ ছিল তাদের শাসনামলে। মানুষকে তারা কিছুই দিতে পারেনি। বিএনপির সময় দেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। কিন্তু আওয়ামী লীগ আমলে কোনো খাদ্য ঘাটতি নেই। এখন দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নাকি মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন। তিনি শুধু অঙ্ক আর উর্দুতে পাশ করেছেন। উর্দু পাকিস্তানের ভাষা – এটা তার খুব প্রিয় ভাষা। আর অঙ্কতো টাকা গোণা লাগে – ওই দুইটাতেই পাশ করেছেন আর কোনোটাতে পাশ করতে পারেনি। জিয়াউর রহমান ছিল মেট্রিক পাশ। তাদের ছেলে একবার এই স্কুল ওই স্কুল শেষ কী পাশ করেছে কেউ জানে না।

দুপুর ২টা ৫৮ মিনিটে জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রীকে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে নৌকা প্রতীকের রেপ্লিকা দেওয়া হয়। পরে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগীয় জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ব পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম দীপু মনি, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুলী নাদেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ