আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে টেস্ট সিরিজ জয়ের জন্য প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার (১৭ জুন) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
অভিনন্দন বার্তায় বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার।
উল্লেখ্য, মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮২ রান করে। জবাবে আফগানিস্তান ১৪৬ রানে অল আউট হয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ চার উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে। এতে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন পড়ে ৬৬২ রান। দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে আফগানরা ১১৫ রান করে। বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত উভয় ইনিংসে এবং মমিনুল হক দ্বিতীয় ইনিংসে শতরান করেন।